A partir de tradutores profissionais, empresas, páginas da web e repositórios de traduções disponíveis gratuitamente
storm alerts have been posted for the islands of guadeloupe, st maarten, saba, st eustatius and st barthelemy.
গুয়াডেলৌপি, সেন্ট মারটেন, সাবা, সেন্ট ইউস্টেটিয়াস, সেন্ট বার্থেলেমি ইত্যাদি দ্বীপপুঞ্জে ঘূর্ণিঝড় সতর্কসংকেত দেয়া হয়েছে।
blogger jarrycafé who specializes in the daily life of jarry, the economic center of guadeloupe, promotes the 5 day conference:
ব্লগার জেরিক্যাফে গুয়াডেলুপের অর্থনৈতিক কেন্দ্র জেরির প্রতিদিনের জীবন সম্বন্ধে ভাল মত জানেন।
at first, it started providing water to three cities and now it offers services to thirteen out of the thirty-six municipalities in guadeloupe.
প্রথমে তারা সেখানকার তিনটি শহরে পানি সরবরাহ করা শুরু করে এবং বর্তমানে গুয়াডেলুপের ৩৬ টি পৌরসভার মধ্যে প্রায় ১৩ টি পৌরসভায় এই প্রতিষ্ঠানটি পানি সরবরাহ করে থাকে।
several caribbean territories had their bone to pick with the law this year: guadeloupe, barbados, and in a particularly heart-wrenching story, guyana.
বেশ কয়েকটা ক্যারিবিয় অঞ্চল আইন নিয়ে এই বছর কথা বলেছে: যেমন গুয়াদেলুপ, বার্বাডোস আর গায়ানা থেকে ছিল একটি হৃদয় নিংড়ানো গল্প।
in honour of blog action day 2009, cariabbean bloggers added their voices to the global discussion on climate change, while over in guadeloupe, water availability was on everyone's mind.
ব্লগ একশন ডে ২০০৯ এর সম্মানে, ক্যারিবিয়ান ব্লগাররা যোগদান করেন বিশ্বের জলবায়ু পরিবর্তনের আলোচনায়, আর গুয়াদেলুপে, সবার মাথায় ছিল পানির সহজলভ্যতার কথা।
from expressing solidarity with the people of gaza who suffered through the bombings to speaking up for themselves "against all sorts of abuses", guadeloupe and the french overseas territories put their stamp on the regional blogosphere.
বোমা হামলার কারনে কষ্ট পাওয়া গাজার মানুষের সাথে একাত্মতা জানানোর পাশাপাশি “সব ধরনের অত্যাচার থেকে” রক্ষা পাবার লক্ষ্যে নিজেদের জন্য কথা বলার মাধ্যমে গুয়াডেলুপ আর অত্র অঞ্চলের ফরাসী ভাষী প্রদেশগুলো আঞ্চলিক ব্লগে তাদের ছাপ রেখেছিলেন।
angola, argentina, armenia, australia, bahrain, bangladesh, bhutan, bolivia, brazil, cambodia, canada, chile, china, colombia, denmark, dominican republic, egypt, france, guadeloupe, guatemala, haiti, hong kong, india, iran, italy, japan, kazakhstan, kenya, liberia, macedonia, madagascar, malawi, mexico, mongolia, morocco, netherlands, nigeria, pakistan, paraguay, peru, philippines, poland, portugal, puerto rico, russia, serbia, south africa, spain, sri lanka, sweden, switzerland, syria, taiwan, tanzania, trinidad and tobago, united kingdom, ukraine, uruguay, usa, uzbekistan, venezuela, yemen.
অ্যাঙ্গোলা, আর্জেন্টিনা, আর্মেনিয়া, অস্ট্রেলিয়া, বাহরাইন, বাংলাদেশ, ভুটান, বলিভিয়া, ব্রাজিল, ক্যাম্বোডিয়া, কানাডা, চিলি, চীন, কলম্বিয়া, ডেনমার্ক, ডোমিনিকান প্রজাতন্ত্র, মিশর, ফ্রান্স, গুয়াডালুপ, গুয়াতেমালা, হাইতি, হংকং, ভারত, ইরান, ইটালি, জাপান, কাজাখস্তান, কেনিয়া, লাইবেরিয়া, মেসিডোনিয়া, মাদাগাস্কার, মালাউই, মেক্সিকো, মঙ্গোলিয়া, মরোক্কো, নেদারল্যান্ড, নাইজেরিয়া, পাকিস্তান, প্যারাগুয়ে, পেরু, ফিলিপাইন্স, পোল্যান্ড, পর্তুগাল, পুয়ের্তো রিকো, রাশিয়া, সার্বিয়া, দক্ষিন আফ্রিকা, স্পেন, শ্রীলংকা, সুইডেন, সুইজারল্যান্ড, সিরিয়া, তাইওয়ান, তাঞ্জানিয়া, ত্রিনিদাদ ও টোবাগো, যুক্তরাজ্য, ইউক্রেন, উরুগুয়ে, যুক্তরাষ্ট্র, উজবেকিস্তান, ভেনিজুয়েলা, ইয়েমেন।